সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা মামলায় আরেক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আয়াজ আলী (৪০)। তার বাড়ি শেখ পাড়া গ্রামে। ডিবি ও জালালাবাদ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার রাত ১টার দিকে তাকে আটক করে। এ নিয়ে রাজন হত্যা মামলায় মোট ১৩ আসামীকে গ্রেফতার করা হলো। এদের মধ্যে মুহিত,আলীহায়দার সহ ৬ জন হত্যা ঘটনার সাথে তারা পরোক্ষভাবে জড়িত ছিল বলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধি দিয়েছে।অন্যদিকে সৌদি আরবে আটক কামরুলকে এখনো দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সর্বশেষ শুক্রবার রাতে আটক আয়াজ আলী ছাড়া অন্য অভিযুক্তরা ডিবি পুলিশের রিমান্ডে আছে। রাজনকে পেটানোর ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন আয়াজ। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ( মিডিয়া ) মো. রহমত উল্লাহ জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার আয়াজ আলীর জন্য ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানান। তবে শুনানি শেষে মূখ্য মহানগর হাকিম ১ম আদালতের বিচারক সাহেদুল করিম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শিশু রাজন হত্যা : আটক আয়াজ ৩ দিনের রিমান্ডে
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ২৫, ২০১৫ | ৮:২৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »