সিলেট পোস্ট রিপোর্ট : শেষ টেস্টের জন্য মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা ক্রিকেট দল। ম্যাচের মতো অনুশীলনেও বাগড়া বসিয়েছে বৃষ্টি। তবে সব বাধা জয় করে ভালো খেলার ধারাবাহিকতা সিরিজের শেষ ম্যাচেও অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদী টিম টাইগার্স । আর প্রোটিয়াদের লক্ষ্য শেষটা ভালো করে ‘বাংলাদেশ-সিরিজ’ শেষ করা।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগার-প্রোটিয়া ম্যাচ ড্র; বৃষ্টিই তাই প্রথম টেস্টের বিজয়ী। তবে বৃষ্টি বাধার ফাঁকে ফাঁকে ব্যাটে-বলে দু’দলের যতটুকু লড়াই হয়েছে তাতে আধিপত্য বাংলাদেশ দলের। আর সেটিই তুষ্ট করেছে, স্বপ্নও দেখাচ্ছে নির্বাচকদের।
মাঠে ক্রিকেটারদের ঠিকঠাক পারফরমেন্স কিছুটা হলেও নির্বাচকদের নির্ভার করে দেয়। আত্মবিশ্বাস দ্বিগুণ করে তুলে ক্রিকেটারদের। ওপেনার ইমরুল কায়েসও তেমনি একজন।
সাউথ আফ্রিকার পক্ষেও কথা বলতে আসলেন তাদের ওপেনার। কায়েসের সঙ্গে অনেক বিষয়েই মিল তার। দুজনের বয়সও সমান, ২৮ বছর। টেস্ট সেঞ্চুরি ৩টা, ফিফটিও ৩টা। ব্যাটও করেন বাঁ-হাতে। ডিন এলগার কথাও বললেন ইমরুল কায়েসের মতো।
দুই ওপেনারের প্রেস কনফারেন্সে আরেকটা বিষয়ও দারুণ মিল ছিলো, দু’জনকেই কথা বলতে হয়েছে বৃষ্টি নিয়ে।