সিলেট পোস্ট রিপোর্ট : নবাব পুত্র সাইফ আলি খান হঠাৎ করেই চিকনী চামেলি ক্যাটরিনা কাইফের প্রশংসায় মগ্ন হয়ে পড়েছেন। সম্প্রতি সাইফ ও ক্যাটের নতুন ছবি ‘ফ্যান্টম’ এর ট্রেইলর মুক্তি পাওয়ার পর ভারতের বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাইফ ক্যাটরিনার যে গুণগান করেছেন তা অনেকের চোখে একটু অতিরিক্তই মনে হয়েছে।
অনেকে আবার বলেতেও ছাড়েনি, সাইফ কি আবার প্রেমে পড়লেন?
সাইফ অবশ্য বিষয়টি পরিস্কার করেছন। সাইফ বলেন, ক্যাটরিনা সত্যিই অসাধারণ অভিনেত্রী তার সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। ভালো বোঝাপড়া থাকার কারণে ক্যাটের সঙ্গে কাজ করতে আমার বেশ ভালো লাগে।
নবাব পুত্র আরও বলেন, ক্যাটরিনা যার গার্লফেন্ড হবে সে হবে সৌভাগ্যবান পুরুষ। সেদিক থেকে আমার শ্যালক রণবীর এগিয়ে আছে।
তবে আর দশটা নারীর মতো কারিনা এই বিষয় নিয়ে একদম মাথা ঘামাচ্ছেন না। কারণ তিনি জানেন ক্যাটরিনা তার চাচাতো ভাইয়ের হবু বউ। সাইফ যা বলছেন তা একজন সহ অভিনেত্রীর ক্ষেত্রে প্রত্যেক অভিনেতাই বলেন।