সিলেট পোস্ট রিপোর্ট : ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের জন্মস্থান রামেশ্বরমকে যেন শোকের চাদরে মুড়ে দেয়া হয়েছে। আব্দুল কালামের প্রয়াণের খবর তার বড় ভাই এবং আত্মীয়দের কাছে পৌঁছালে গোটা অঞ্চলে এক বিষন্নতার আবহ ছড়িয়ে পরে।
বিপুল সংখ্যক জনতা সমবেদনা এবং শোক জানাতে ‘ভারতের মিসাইল ম্যান’ নামে পরিচিত আব্দুল কালামের বাড়ির সামনে জড়ো হয়। ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ভারত রত্ন-সহ অসংখ্য খেতাব জয়ী এই শীর্ষস্থানীয় বিজ্ঞানী।
২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল কালাম ১৯৩১ সালের ১৫ই অক্টোবর তামিল নারু রাজ্যের রামেশ্বরমে একটি তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
কালামের বাবা জয়নুলাবুদিন ছিলেন একজন নৌকার মালিক এবং মা আশিয়াম্মা গৃহিনী ছিলেন।
দরিদ্র পরিবারের অর্থের যোগান দিতে ছোট বেলা থেকেই কাজ করতে হতো আব্দুল কালামকে। তার পুরো নাম আবুল পাকির জয়নুলাবুদিন আব্দুল কালাম।
তার ভাই মোহাম্মদ মুথু মিরা লেব্বাই মারাইকার (৯৯) অঝোর ধারায় কাঁদছেন এবং ভাইয়ের মুখ দেখতে চাচ্ছেন বলে পিটিআই’কে জানান তার ছেলে।
শোকাচ্ছন্ন আব্দুল কালামের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির ভেতরে আব্দুল কালামের আত্মীয় স্বজনেরা কাঁদছেন।
আব্দুল কালামের মরদেহ রামেশ্বরমে নিয়ে এসে তার শেষকৃত্যর বিষয়ে প্রশাসনের সাথে তারা আলোচনা করছেন বলে জানান মারাইকারের ছেলে।
কালামের সম্মানে স্থানীয় মসজিদ বন্ধ রাখা হয়েছে। এই অঞ্চলের সকল সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ আব্দুল কালামের সম্মানে মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিক্ষামন্ত্রী টি থিয়াগারাজান বলেন, পুডুচেরি, কারাইকাল, মাহে এবং ইয়ানাম এই চার অঞ্চলের সকল শিক্ষাপ্রতিষ্ঠান শোক জানাতে বন্ধ রাখা হবে।
স্থানীয় অধিবাসীরা আব্দুল কালামের নম্র আচরণের কথা স্মরণ করেন। স্মৃতিচারণায় স্থানীয়রা বলেন, চরম ব্যস্ততার মাঝেও আব্দুল কালাম তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন।