সিলেটপোস্টরিপোর্ট:চোরের ওস্তাদ’ বললে কম হবে! কারণ, এই চোর এতোই চালাক চোর, যে সিসি ক্যামেরাকেও ফাঁকি দিতে পারে। অভিনব কৌশলে মাত্র কয়েক মিনিটের মধ্যে চুরি করতে পারে মোটরসাইকেল। সিলেট নগরীর মিরাবাজারে অবস্থিত রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের আন্ডারগ্রাউন্ড পার্কিং গ্যারেজ থেকে চুরি হয় ওই ব্যাংকেরই এক কর্মকর্তার লাল রংয়ের ফ্যাশন প্রো-১০০ সিসি মোটরসাইকেলটি। গত রবিবার বিকেল সোয়া ৪টার দিকে এই দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে।এ বিষয়ে মোটরসাইকেলের মালিক রূপালী ব্যাংকের রাজাগঞ্জ শাখার ম্যানেজার ফখরুল ইসলাম সিলেট কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। ডায়রি নং-১৩৯৩ (২৬/০৭/২০১৫ইং)।ব্যাংক ভবনের প্রধান ফটক ও গ্যারেজের প্রবেশ পথে একটি সিসি ক্যামেরা বসানো ছিল। সিসিটিভির ফুটেজে দেখা যায়, সুচতুর চোর গ্যারেজে প্রবেশের সময় মোবাইলে কথা বলার ভান করে সিসি ক্যামেরার দিক থেকে নিজের চেহারা লুকানোর চেষ্টা করছে। প্রথমবার গ্যারেজের প্রবেশের পর বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় ১২ মিনিট পর্যন্ত ভেতরে অবস্থান করার পর সে বেরিয়ে পড়ে। তখনও গেইটের সামনে গাড়ির জন্য অপেক্ষমান ছিলেন ব্যাংকের একজন কর্মকর্তা। বের হওয়ার সময় মোবাইল কানে লাগিয়ে হাত দিয়ে সিসি ক্যামেরা থেকে নিজের চেহারা ঢেকে রাখে চোর। বের হয়ে আশপাশে কিছুক্ষণ অবস্থান করছিল সে। ব্যাংক কর্মকর্তা গাড়িতে চড়ে চলে যাওয়ার পরই সুযোগ বুঝে আবারো ঢুকে পড়ে সাদা প্যান্ট ও ফুলহাতা শার্ট পরা ভদ্রবেশী ওই চোর। সিসি টিভির সময় অনুযায়ী ৪টা ১৫ মিনিট ৪৫ সেকেন্ডে সে একই কৌশলে ভেতরে প্রবেশ করে এবং ৪টা ১৭ মিনিট ১০ সেকেন্ড হেলমেট মাথায় স্বাভাবিক ভঙ্গিতে মোটরসাইকেলটি নিয়ে বেরিয়ে পড়ে। বের হয়ে লাল রংয়ের মোটরসাইকেলটি নিয়ে নাইওরপুলের দিকে চলে যায়।সাইকেলের মালিক ফখরুল ইসলাম রূপালী ব্যাংকের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ শাখার ম্যানেজার। অফিসের কাজে তিনি প্রধান শাখায় গিয়েছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে বের হয়ে দেখতে পান আন্ডারগ্রাইন্ড গ্যারেজে তার মোটরসাইকেলটি নেই। দারোয়ানকে জিজ্ঞেস করলে সে জানায়, ঘটনার সময় বাইরে ছিল।কোতোয়ালি থানায় ডায়রি করার পর সোবহানিঘাট পুলিশ ফাঁড়ির এসআই কামালকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এসআই সোমবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন।এসআই কামাল জানান, ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। ঘটনার সময় গ্যারেজের দায়িত্বে থাকা দারোয়ান কলাপসেবল গেইট খুলে বাইরে চলে যায়।তিনি বলেন, মোটরসাইকেল চোরটিও জানতো এই গেইটে একটি সিসি ক্যামেরা আছে। তাই পুরোপুরি প্রস্তুতি নিয়েই সে চুরি করতে আসে। এ থেকে অনুমান করা যায় চুরির সাথে একটি চক্র জড়িত। এই চোরচক্রকে সনাক্ত ও মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা করা হচ্
মিরাবাজারে সিসি ক্যামেরা ফাঁকি দিয়ে মোটরসাইকেল চুরি!
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ২৮, ২০১৫ | ৩:৫০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »