সিলেটপোস্টরিপোর্ট:কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, লোক নিয়োগ, বিদেশ ভ্রমণ ও মহা ব্যবস্থাপকের অনিয়মের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন সিবিএ’র নেতাকর্মীরা জালালাবাদ গ্যাস এমডি’র কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচি চলাকালে জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন সিবিএ’র সভপতি আব্দুর রহমান বলেন, ১৫ বছর থেকে জালাবাদ গ্যাসে অস্থায়ী কর্মচারী কর্মকর্তারা স্থায়ী নিয়োগ পাচ্ছেন না। কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি দীর্ঘদিন থেকে বন্ধ আছে। গ্যাস ভবনে বহিরাগতদের তদবির ও চাঁদাবাজিতে কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাবক মো. রেজাউল ইসলাম খান অনিয়মিত অফিস করছেন, পাশাপাশি তিনি দালাল চক্রের নানা আবদার রক্ষা করে প্রতিষ্ঠানকে প্রশ্নের সমূখিন করেছেন। কর্মকর্তা-কর্মচারীদের ন্যায দাবি-দাওয়া বাস্তাবয়ন করা না হলে সারা দেশের কর্মকর্তা কর্মচারীরা কঠোর থেকে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন সিবিএ’র সহ-সভাপতি আতিকুর রহমান, এমরান হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, অর্থ-সম্পাদক সাহিদ হোসেন, দপ্তর সম্পাদক বিলাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, ক্রীড়া সম্পাদক সুর চন্দ্র সিংহ, সদস্য আইয়ুব আলী প্রমুখ।
জালালাবাদ গ্যাসের এমডি’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগে অবস্থান কর্মসূচি
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ২৮, ২০১৫ | ৪:০৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »