সিলেটপোস্টরিপোর্ট:নেকাব্বরের মহাপ্রয়াণ দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেন মঞ্চকর্মি ও ছোট পর্দার তরুণ অভিনেতা জুয়েল জহুর। এর পর বেশ কয়েকটি সিনেমায় কাজও করেছেন তিনি। তবে মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এখন পর্যন্ত কোনো সিনেমায় কাজ করেননি। তবে এবারে তরুণ অভিনেতা জুয়েলের বিপরীতে চিত্রনায়িকা হিসেবে দেখা যাবে সাদিয়া ইসলাম মৌকে।এ বিষয়ে জুয়েল জহুর রাইজিংবিডিকে বলেন, ‘মেগাসিটির ভেগাবন্ড’-এ আমরা সিনেমার নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করছি। যেখানে আমাদের দুজনের বয়সের পার্থক্যটা শেষ পর্যন্ত বয়স বাধা হয়ে দাঁড়ায়নি।’জানা গেছে, হাজার পর্বের একটি মেগাসিরিয়ালের গল্পে জুয়েল ও মৌকে চলচ্চিত্রের নায়ক-নায়িকার ভূমিকায় দেখা যাবে। আব্দুল্লাহ রানা ও বরজাহান রচিত সিরিয়ালটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করছেন আব্দুল্লাহ রানা।জানা গেছে, বেসরকারি চ্যানেল এটিএন বাংলার জন্য এ মেগাসিরিয়ালটি তৈরি হচ্ছে। ২০ আগস্ট থেকে নতুন এ ধারাবাহিকটির সম্প্রচার শুরু হবে।
সিনেমায় মৌয়ের নায়ক জুয়েল!
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ২৮, ২০১৫ | ৬:০১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »