সিলেটপোস্ট ২৪ ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের অসুস্থ যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে রাজধানীর ধানমন্ডিস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় দীপু মনিকে দেখতে হাসপাতালে যান। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছে দীপু মনির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
প্রধানমন্ত্রী ডা. দীপু মনির আশু রোগমুক্তির কামনা করেন।