সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট হাসিনার বিচার বিচার দেশের মাটিতেই হবে : এমরান চৌধুরী  » «   ওসমানীনগরে ছাত্র দল নেতা নুনু স্মৃতি পরিষদের উদ্যোগে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত  » «   সিলেট মহানগর কৃষকদলের খাদ্যসামগ্রী বিতরণ  » «   ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: কয়েস লোদী  » «   ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ায় দেশের জনগণ অন্যায় ও জুলম থেকে মুক্তি পেয়েছেন-ডাঃ এ জেড এম জাহিদ হোসেন  » «   নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে: কাইয়ুম চৌধুরী  » «   সুনামগঞ্জের মধ্যনগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  » «   সিলেট নগরীর গার্ডেন টাওয়ারের একটি ফ্ল্যাটে অনৈতিক কর্মকাণ্ডের লিপ্ত থাকায় পাঁচ নারী ও এক পুরুষ আটক  » «   জনগণের অধিকার প্রতিষ্ঠা বিএনপি জনগণের পাশে আছে : আব্দুর রাজ্জাক  » «   ৩০ বছর ধরে মিটাভারাং ও মজলিশপুরসহ অর্ধশত গ্রামের মানুষ একটি বাঁশ বেতের সেতু দিয়ে চলাচল করছেন  » «   ফ্যাসিসদের বিচারহীনতার সংস্কৃতিই ধর্ষণের কারণ-কয়েস লোদী  » «   সিলেট মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত  » «   দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে চিকিৎসকদের ভূমিকা অপরিসিম-কমিশনার রেজাউল করিম  » «   ফুটপাত দখলমুক্ত আন্দোলনে ব্যবসায়ীদের সমর্থন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি  » «  

হ্যাকিং ঝুঁকিতে ৯৫ কোটি অ্যান্ড্রয়েড!

21সিলেটপোস্ট ২৪ ডটকম  :  জিম্পেরিয়াম নামে যুক্তরাজ্যের এক মোবাইল নিরাপত্তা কোম্পানি জানিয়েছে, একটি মাত্র ম্যাসেজেই হ্যাক হয়ে যেতে পারে যে কারো অ্যান্ড্রেয়েড ফোন। এমনকি ওই ম্যাসেজটি খোলাও লাগবে না। সেটি শুধু মোবাইলে প্রবেশ করলেই চলবে- হ্যাক হয়ে যাবে সব তথ্য।

 

 

জিম্পেরিয়ামের গবেষকরা এই সাইবার হামলার নাম দিয়েছেন, ‘স্টেজফ্রাইট’। গবেষকদের দাবি বিশ্বের ৯৫ শতাংশ অ্যান্ড্রয়েড ফোন-ই এই হামলার ঝুঁকিতে রয়েছে। সে হিসেবে বিশ্বজুড়ে ৯৫ কোটি অ্যান্ড্রয়েড ফোন গ্রাহকের ফোনই হ্যাক হওয়ার ঝুঁকিতে রয়েছে। যদিও গুগলের তথ্য মতে, এখনো কেউই ওই হামলার শিকার হয়নি।

 

 

কোম্পানিটির গবেষক দলের প্রধান, জোশুয়া ড্রেক বলেন, ‘কোনা একটি ফোন হ্যাক করার জন্য শুধু এর নাম্বার হলেই চলবে। আর কিছু লাগবে না। সে হিসেবে ধারণা করা হয় যে, সরকারি কর্মকর্তা বা প্রাইভেট কোম্পানির নির্বাহী থেকে শুরু করে যে কারো অ্যান্ড্রয়েড ফোনই হ্যাক হয়ে যেতে পারে যে কোনো সময়।’

 

 

স্টেজফ্রাইট নামের এই সাইবার হামলা চালানো হয় ফোনে একটি অজ্ঞাতপরিচয় এমএমএস পাঠানোর মাধ্যমে। এমএমএসটি অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গেই যে কারো ফোনে ঢুকে পড়তে সক্ষম। এমএমএসটি কোনো হ্যান্ডসেটে ঢোকা মাত্র এর মধ্য দিয়ে হ্যাকার ওই সেটটির যে কোনো ফাইল, সংরক্ষিত তথ্য, ক্যামেরা এবং এমনকি মাইক্রোফোনের নিয়ন্ত্রণও নিয়ে নিতে সক্ষম হয়।

 

 

এ সব কিছুই ঘটে যেতে পারে ওই হ্যান্ডসেটের মালিকের অজান্তেই। কারণ যেহেতু এমএমএসটি গ্রহীতা না খুললেও হ্যাকার এর মাধ্যমে হ্যান্ডসেটের সবকিছুতেই প্রবেশ করতে সক্ষম হবে সেহেতু হ্যান্ডসেটের মালিকের অজান্তেই তার সব তথ্য চুরি হয়ে যাবে। এমনকি হ্যাকিং শেষে গ্রহীতা ওই এমএমএসটি দেখার আগেই সেটি মুছেও দিতে পারবে হ্যাকার। ফলে এমনকী কী থেকে কী হল তার কিছুই ঠাহর করতে পারবেন না ফোনের মালিক। ঘুমের মধ্যেই হয়তো কারো অ্যান্ড্রয়েড ফোন হ্যাক হয়ে যেতে পারে।

 

 

অ্যান্ড্রয়েড ফোনের ২.২ সংস্করণ এবং বিশেষ করে ২০১২ সালের আগে বাজারে আসা ডিভাইসগুলো হ্যাক হওয়ার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে।

 

 

প্রসঙ্গত, লিনাক্স অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে গুগল ও ওপেন হ্যান্ডসেট অ্যালায়েন্স অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যার প্ল্যাটফর্ম তৈরি করেছে।

 

 

তবে গুগল এর পরবর্তী অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নেক্সাসকে ধরনের হামলার প্রতিরোধমূলক ব্যবস্থা যুক্ত করেই বাজারে ছাড়বে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.