সিলেটপোস্টরিপোর্ট:গত ২৮ জুন, বিকালে সিলেটের জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে ব্র্যাকের “মানবাধিকার সুরক্ষায় সচেতনতা ও আইনগত সহায়তা” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনির আহমেদ পাটোয়ারী, জেলা ও দায়রা জাজ, সিলেট। ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির এলসিএল ফ্যাসিলিটেটর জনাব মোঃ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাষ চন্দ্র তরফদার, জেলা ব্র্যাক প্রতিনিধি, সিলেট। এরপর ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখেন জনাব মোঃ আলী আকবর, ডিভিশনাল স্টাফ ল’ইয়ার, ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি। পরে সিলেট জেলায় ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির র্কার্যক্রম উপস্থাপন করেন জনাব মোঃ সাইফুদ্দিন, সিনিয়র জেলা ব্যবস্থাপক, লিগ্যাল এইড, ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি, সিলেট। এছাড়াও অনুষ্ঠানে সিলেটের জেলা জজ আদালতের বিচারক মন্ডলী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, আইনজীবীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও ব্র্যাকের কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সভাপতি সহ অনান্য বক্তারা ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন এবং কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
র্