সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের লাগামহীন অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নিরীহ মানুষকে হয়রানীর অভিযোগ তোলেছেন মুক্তিযোদ্ধারা। গতকাল বুধবার দুপুরে সিলেট রেঞ্জের ডিআইজি বরাবরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই কে থানা থেকে অপসারন ও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে একটি স্বারকলিপিও দিয়েছেন তারা। এসময় ডিআইজি কার্যালয়ের সামনে উপস্থিত মুক্তিযোদ্ধারা বিক্ষোভ করেন। পরে ডিআইজি মো. মিজানুর রহমান ওসির বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।
স্বারকলিপিতে মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন- গোয়াইনঘাট থানায় ওসি হিসেবে আব্দুল হাইয়ের যোগদানের পর থেকে দূর্নীতি, অনিয়ম ও নিরীহ মানুষদের হয়রানী-মামলায় জড়িয়ে বানিজ্য সহ নানা অভিযোগ উঠে।
স্মারকলিপিতে আরো উল্লেখ্য করা হয় ,স্থানিয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের কাছে ওসির বিরুদ্ধে বার বার অভিযোগ করলেও নেয়া হয়নি কোন ব্যাবস্থা।