সিলেটপোস্ট রিপোর্ট: অনেকদিন ধরেই বলিউডে খানদের সম্পর্কের দ্বন্দ্বের খবরে গণমাধ্যম উত্তাল নেই। এমনকি বিগত খবরগুলো ঘাটলে ইতিবাচক সম্পর্কের কথাই পাওয়া যাবে। সেই ধারাবাহিকতা শুরু হয়েছে সালমানের বোনের বিয়ের পর থেকেই শাহরুখ-সালমানের সম্পর্কের সুবাতাস বইতে শুরু করেছে। এরপর সালমানের মামলার রায় হওয়ার পরেও তার বাড়িতে বন্ধুকে সান্ত্বনা দিতে যান শাহরুখ খান। এবার একই ফ্রেমে দেখা যাবে এই ‘করণ-অর্জুন’ জুটিকে। এই ছবিটি পরিচালনা করবেন আদিত্য চোপড়া।
আদিত্য চোপড়ার পরিচালনায় এখন অভিনয় করছেন শাহরুখ খান ও কাজল। এই ছবিটির কাজ শেষ হলেই শাহরুখ-সালমানের ছবিটি শুরু করবেন বলেন জানান আদিত্য।
তবে ছবিটির নাম এখনো ঠিক করা হয়নি। তবে ছবিটির চিত্রনাট্য লেখার কাজ এরইমধ্যে শেষ। গল্পটি শাহরুখ-সালমানের দু’জনরেই পছন্দও হয়েছে। তবে চিত্রনাট্য অনুযায়ী সালমানের চরিত্রে অভিনয়ের কথা ছিল রণবীর সিংহের। কিন্তু পরে আদিত্যর মনে হয় এই চিত্রনাট্যের জন্য ‘করণ অর্জুন’ জুটিই পারফেক্ট। সেই পরিকল্পনা থেকেই সালমানের কাছে চিত্রনাট্য পাঠানো হয় এবং গল্পটি পছন্দ করেন সালমানের।
তবে ছবিটির নায়িকা এখনো ঠিক করা হয়নি। শিগগিরই নায়িকার ঘোষনাসহ ছবিটির অফিসিয়ালি ঘোষণা করবেন আদিত্য চোপড়া। আগামী বছরের শুরুর দিকে ছবিটির শুটিং শুরু হবে।
ছবিটি প্রসঙ্গে সালমান বলেন, ‘চিত্রনাট্যটি দারুণ। আর শাহরুখের সাথে কাজ করতে আমার কোনো সমস্যা নেই। আশা করি কাজটি ভালো হবে।’
অন্যদিকে শাহরুখ বলেন, ‘আনন্দিত যে সালমানের সাথে আবারও কাজ করব। শুটিং শুরু হওয়ার অপেক্ষায় আছি।’
উল্লেখ্য, ১৯৯৫ সালে মুক্তি পায় শাহরুখ-সালমান অভিনীত ‘করণ অর্জুন’। ছবিটিতে দুই ভাইয়ের চরিত্রে দেখা গিয়েছিল। এরপর শেষ শাহরুখের ‘ওম শান্তি ওম’ ছবির একটি গানে দেখা যায় এই দুই খানকে।