সিলেটপোস্ট রিপোর্ট: ভারতের সাবেক রাষ্ট্রপতির এ পি জে আবদুল কালামের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করে সমালোচনায় পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। রবিবার সকাল থেকে ভারতের সেলেব্রিটিদের টুইটে ছিল শোকের ছায়া। সেই তালিকায় নিজের নাম যুক্ত করতে গিয়ে বিতর্কে পড়েন এই নায়িকা। রাষ্ট্রপতির নামটা ভুল লিখে পোস্ট করে শোকবার্তা দিলেও আনুশকা সেই টুইটে লিখেছিলেন, ‘এবিজে কালাম আজাদ’!
কিছুক্ষণের মধ্যেই টনক নড়ে তার। সামাজিক যোগাযোগমাধ্যমে তখন রাষ্ট্রপতির নাম না জানা নিয়ে তুমুল সমালোচনা। তারপর বুঝতে পারলেন নিজের ভুল। অবশ্য, ভুল জানার পর তা শুধরে নিতে খুব একটা সময় নেননি আনুশকা। সবার প্রথমে ঝড়ের বেগে টুইট মুছে দিয়েছেন এবং শুধরে নিয়ে নতুন করে টুইট করেন তিনি।