৩৪ বছর পর ইংল্যান্ড

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৫, ১১:২৬ পূর্বাহ্ণসিলেটপোস্ট রিপোর্ট : ১৯৮১ সালে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড যখন হেডিংলি টেস্ট জিতেছিল, সে সময় বর্তমান দলের কোনো খেলোয়াড়ের জন্মই হয়নি! হয়তো ভাবছেন ওই টেস্টের কথা আলাদা করে কেন বলা। কারণটা হলো, ১৯৮১ সালেই যে শেষবার আশেজ সিরিজে তৃতীয় টেস্ট জিতেছিল ইংল্যান্ড।
এরপর ১৭টি অ্যাশেজ সিরিজ কেটে গেলেও কখনোই তৃতীয় টেস্ট জিততে পারেনি ইংলিশরা। ১৭ বারের ৮ বার অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল তারা। বাকি ৯ বার হয় ড্র। অবশেষে ১৮তম সিরিজে এসে ৩৪ বছরের দুঃখ ঘুচল ইংল্যান্ডের।
গতকাল এজবাস্টন টেস্ট জিতে পুরনো ইতিহাস পাল্টে দিয়েছে ইংলিশরা। অ্যাশেজ সিরিজে ১৯৮১ সালের পর এই প্রথম তৃতীয় টেস্ট জিতল ইংল্যান্ড। মাত্র তিন দিনেই এই টেস্টে ৮ উইকেটের দাপুটে জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়েও গেছে স্বাগতিকরা।