সিলেটপোস্ট রিপোর্ট: শিশু জন্মের সাথে সাথে ১ঘন্টার মধ্যেই মায়ের বুকের দুধ খাওয়ানো আর শিশুর বয়স ৬ মাস পূর্ণ হওয়া পর্যন্ত শুধু মাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। এমনকি এক ফোঁটা পানিও খাবে না। ৬ মাস পর বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরী অন্যান্য বাড়তি খাবারও শিশুকে দিতে হবে। শিশুর বয়স ২ বৎসর পর্যন্ত বুকের দুধ পান করা তার জন্মগত অধিকার। এ অধিকার কেঁড়ে নেয়া উচিৎ নয়।জন্মের পর থেকে প্রথম ২দিন পর্যন্ত শিশুর পাকস্থলির আকার থাকে একটা ছোট মার্বেলের মতো। এজন্য প্রথম ২দিন ১চা চামচ বা ৫/৭ এমএল শালদুধ হলেই যথেষ্ট। পরবর্তীতে ভালভাবে দুধ আসার জন্য শিশুর জন্মের প্রথম দিন অন্তত ৮/১২ বার অবস্থান ও সংস্থাপন ঠিক রেখে মায়ের দুধ খাওয়াতে হবে।বাজারে বিভিন্ন ধরনের গুড়ো দুধ আছে এসব কিছুই বাচ্চার জন্য ক্ষতিকর। বাচ্চাকে ঠিকভাবে ধরে ঠিকমতো বুকের দুধ খাওয়ালে বাচ্চার অন্য কিছুর দরকার নেই। তবে এ ক্ষেত্রে মায়ের ধৈর্য্য অবশ্যই থাকতে হবে- যাতে করে অনেক্ষণ ধরে চেষ্টা করে মা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান। শালদুধ-ই হচ্ছে শিশুর জীবনের প্রথম ঠিকা, শালদুধ শিশু জন্মের পর মেকোনিয়মে বা নবজাতকের কালো রংয়ের প্রথম মল বের করে আনতে সাহায্য করে। শিশুদের জন্ডিস প্রতিরোধ করে। শিশুর বিকাশমান মস্তিষ্ক, চক্ষুগঠন ও রক্তনালীর জন্য অত্যাবশ্যকীয় ফ্যাটি এসিড শুধুমাত্র মায়ের দুধেই আছে। গতকাল শনিবার সকালে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সূর্যের হাসি ক্লিনিক দক্ষিণ সুরমা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্টিত হয়। ক্লিনিক ম্যানেজার ফয়ছল আহমদের সভাপতিত্বে ও সার্ভিস প্রমোটর আব্দুর রাজ্জাকের পরিচালনা সভায় বক্তব্য দেন, প্যারামেডিক রুমণ ব্যানার্জি, মিনাক্ষি রায়, এডমিন এসিস্ট্যান্ট আলমগীর হোসেন, কাউন্সেলর শান্তনা রানী নাথ, সমাজসেবী রুমেল আহমদ, ফয়েজ আহমদ প্রমুখ। সভাশেষে সচেতনতা মূলক একটি র্যালী স্থানীয় মোগলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্লিনিকে এসে শেষ হয়।
শিশুর ৬ মাস পর্যন্ত মায়ের বুকের দুধই যথেস্ট
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ৯, ২০১৫ | ২:২১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »