সিলেটপোস্টরিপোর্ট:গতকাল শনিবার সূর্যের হাসি ক্লিনিক দক্ষিণ সুরমা শাখার আইওয়াইসিএফ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সূর্যের হাসি ক্লিনিক বিয়ানীবাজার শাখার ক্লিনিক ম্যানেজার পলাশ বণিকের প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা শাখার ক্লিনিক ম্যানেজার ফয়ছল আহমদ, প্যারামেডিক রুমণ ব্যানার্জী, মিণাক্ষি রায়, প্রশাসনিক সহকারী আলমগীর হোসেন, সার্ভিস প্রমোটর আব্দুর রাজ্জাক, কাউন্সেলর শান্তনা রানী নাথ। প্রশিক্ষণে স্বাস্থ্যকর্মীদের পারফরম্যান্সের উন্নতি, মায়ের দুধ দানের গুরুত্ব ও শুপারিস মালা, মায়ের দুধদানের পজিশন এবং অ্যাটাচমেন্ট ও দুধ গলানো, শিশুকে মায়ের দুধ খাওয়ানোর সুবিধা ও অসুবিধা এবং এর সমাধান, গর্ভবতী ও প্রসূতী মায়ের পুষ্টি, মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারে কাউন্সেলিং, বাড়তি খাবারের গুরুত্ব ও সুপারিশ মালা, বয়স অনুযায়ী শিশুর বাড়তি খাবার, শিশু খেতে না চাওয়ার কারণ ও তার সমাধান, শিশুর বাড়তি খাওয়ারের ব্যাপারে কাউন্সেলিং, শিশুর ঝুঁকিপূর্ণ বয়স ও তার গুরুত্ব সমূহ, খাদ্য ও পুষ্টি, দৈহিক পরিমাপ পদ্ধতি,মোয়াকটেপ দিয়ে মাপা, বিএমআই পদ্ধতি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়।