সিলেটপোস্টরিপোর্ট:স্বাগতিক বাংলাদেশসহ ৬টি দেশের কিশোর ফুটবলারদের অংশগ্রহণে সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের। রবিবার বিকেল পৌণে ৫টায় জেলা স্টেডিয়ামে পরিচয়পর্বেই শেষ হয়েছে আন্তর্জাতিক এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পদাক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহিলা সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজক কমিটির চেয়ারম্যান ও বাফুফে’র সহ-সভাপতি বাদল রায়, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন সেলিম প্রমুখ।বিকাল ৫টা ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচটি শুরু হতে দেরি হচ্ছে। উদ্বোধনী ম্যাচে ভারত ও শ্রীলংকা মুখোমুখি হচ্ছে।
পরিচয়পর্বেই শেষ উদ্বোধনী অনুষ্ঠান
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ৯, ২০১৫ | ৬:০০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »