নিজস্ব প্রতিবেদক, সিলেটপোস্ট : ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতোই সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে যাত্রা সূচনা করলো ভারত। রোববার সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বড় জয় নিয়ে ভারতের কিশোররা জানান দিলো এবারো তাদের টার্গেট ‘শিরোপা। উদ্বোধনী খেলায় ভারতের সৌরভ মেহেরের হ্যাটট্রিক জানান দিলো এবারের আসরের সেরা খেলোয়াড়ের দৌড়ে তার নামটি বাদ দেয়া যাবে না।
বিকেল ৫টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন। এর মাধ্যমেই এ আসর তৃতীয়বারের মতো মাঠে গড়ায়। ছোটদের এ টুর্নামেন্ট দেখতে সিলেটে উৎসাহের কমতি ছিলো না। মাঠে প্রচুর দর্শকের সমাগম হয়।
উদ্বোধনী ম্যাচের দুই দল ভারত ও শ্রীলংকা দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্বের পর আনুষ্ঠানিক ভাবে টুর্ণামেন্টটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এসময় তিনি বলেন, ক্রিকেটে অনেক সাফল্য অর্জন করলেও ফুটবল এখনো বাংলাদেশের জনপ্রিয় খেলা। এই টুর্ণামেন্টের সফল সমাপ্তি প্রত্যাশা করেন অর্থমন্ত্রী।
ম্যাচের শুরু থেকে চ্যাম্পিয়নদের মতোই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে ভারত। ভারত যেখানে একের পর এক আক্রমণ চালিয়ে খেলেছে নিজেদের গোলপোস্ট বাঁচাতে মরিয়া ছিলো শ্রীলঙ্কা। শুরু থেকে চেপে ধরা ভারত খেলার প্রথমার্ধের ৩০ মিনিট একের পর এক সুযোগ নষ্ট করে। প্রথমার্ধের ৪ মিনিটের মাথায় রিভাব জাতিন সারদেশি ও ৬ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন লালডিম্পাই, ৮ মিনিটের সময় কর্নার থেকে পাওয়া বল জালে জড়াতে ব্যর্থ হয় সৌরভ মেহের, একইভাবে ২০ মিনিটে সৌরভ মেহের আবারো সুযোগ পেয়ে ব্যর্থ হয়। বল চলে যায় গোল বারের উপর দিয়ে।
বার বার ব্যর্থ সৌরভ মেহের ৩১ মিনিটে পাওয়া সুযোগ আর মিস করেননি। প্রথমার্ধের ৩৫ মিনিটে শাহজাহান গোল করেন তবে তার এই গোলটি অফ সাইডের কারণে বাতিল হয়ে যায়। ১ গোল হজম করে শ্রীলঙ্কা মাঝে মাঝে কাউন্টার এ্যাটাক করে গোল আদায়ের চেষ্টা করলেও ভারতের ডিফেন্স তা রুখে দেয়। ভারত ১-০ এগিয়ে শেষ করে প্রথমার্ধের খেলা শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে থাকা শ্রীলঙ্কা খায় বড়ো ধাক্কা। দ্বিতীয়ার্ধের ২ মিনিটের মাথায় আত্মঘাতি গোল করেন বসেন শ্রীলঙ্কান অধিনায়ক আরফান। এর ঠিক পর পরই আবারও সৌরভ মেহের বল গোলপোস্টে পাঠিয়ে ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধের ২৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সৌরভ মেহের। এর পর দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে শাহজাহান জয়ের ব্যবধান ৫-০ তে নিয়ে যান।
এদিকে টুর্নামেন্টে ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা ছিলো চোখে পড়ার মতো। স্টেডিয়ামের পার্শ্ববর্তী সকল জায়গায় পুলিশ, র্যাব ও নিরাপত্তা কর্মীরা নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করেন।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা একেকটি দেশের প্রতিনিধি। ফলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
আজকের (মঙ্গলবার) খেলা : শ্রীলংকা বনাম বাংলাদেশ।