নিজস্ব প্রতিবেদক, সিলেটপোস্ট : সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় দিনে ম্যাচেও দর্শকেরা গোল বন্যা দেখলো। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মতোই অসহায় আত্মসমর্পন করেছে মালদ্বীপ। নিজেদের প্রথম খেলায় ৫-০ গোলের বড় জয় তুলে নেয় নেপাল।
সোমবার বিকেল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে খেলা শুরুর ৪ মিনিটের মাথায় প্রথম গোল পায় নেপাল দল। কর্ণার থেকে পাওয়া বল মালদ্বীপের গোলবারে ঠেলে গোল উৎসবের শুরুটা প্রেজেন করেন। খেলার ১৭ মিনিটে প্রেজেন, ২১ মিনিটে মানিস কারকি গোল করেন। ৩-০ গোলে রেপাল লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে। খেলার দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে প্রেজেন নিজের দ্বিতীয় গোল করে ৪-০ গোলের লিড এনে দেন নেপালকে। ম্যাচের শেষ মুহূর্তে আরেকটি গোল করে সুমন আরিয়াল ব্যবধান বাড়ান। নেপালের তোপের মুখে কোনো ধরণের প্রতিরোধ গড়ে তুলতে পারেনি মালদ্বীপের কিশোররা।