পানি আনতে গিয়ে বিদ্যুৎতাড়িত হয়ে কিশোরের মৃত্যু

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৫, ৪:০৩ অপরাহ্ণ
পানি আনতে গিয়ে বিদ্যুৎতাড়িত হয়ে কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নগরীর শেখঘাট শাহজালাল মডেল হাই স্কুলে এ ঘটনাটি ঘটে।
মামুন ময়মনসিংহ জেলার নান্দাই উপজেলার কিছমতকুচুরি এলাকার মৃত রইছ মিয়ার ছেলে। সে বর্তমানে শেখঘাট কলাপাড়া হক মঞ্জিলের বাসিন্দা।
জানা যায়, সকাল সাড়ে ১০ টায় মামুন চা- স্টলের জন্য পানি আনতে শেখঘাট শাহজালাল মডেল হাই স্কুলের ভেতর যান। স্কুলের ভেতর পানি পানির মটর চালু করতে গিয়ে বিদ্যুৎতাড়িত হয় মামুন। এ সময় বিদ্যুৎতাড়িত মামুনকে দেখে স্কুলের ছাত্র ছাত্রীরা চিৎকার করলে শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনা স্থলে এসে মামুনকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে প্রেরনের পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ বলেন, বিদ্যুৎতাড়িত হয়ে কিশোর মামুন আহমদ মারা গেছে। লাশ ময়না তদন্ত করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।