সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের বিশ্বনাথ উপজেলা দেওকলস ইউনিয়নের কাবিলনগর (সৎপুর) থেকে পরিত্যক্ত একটি ঘর থেকে রাহেনা বেগম (৪৩) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাহেলা ওই গ্রামের মৃত চান্দ আলীর মেয়ে।তিনি অবিবাহিতা ছিলেন বলে জানা গেছে।মঙ্গলবার দুপুরের দিকে তার লাশ উদ্ধার করে বিশ্বনাথ থানা পুলিশ।পরিবারের সবার অলক্ষ্যে তিনি বাড়ির একটি পরিত্যক্ত ঘরের তীরের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন। তবে কেন তিনি আত্মহত্যা করলেন, তা জানেন না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।রাহেলার ভাই প্রবাসী আবদুল মতিন জানান, রাহেলা কেন আত্মহত্যা করলো, তা আমরা বলতে পারছি না।বিশ্বনাথ থানার সাব ইন্সপেক্টর (এসআই) কলোল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিশ্বনাথে পরিত্যক্ত ঘরে অবিবাহিতা নারীর লাশ!
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ১১, ২০১৫ | ৪:২৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »