সিলেটপোস্টরিপোর্ট:জাতীয় শোক দিবস-২০১৫ উপলক্ষে শোক র্যালি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এর শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় চেতনা একাত্তর চত্বর এর সামনে থেকে র্যালি শুরু হয়।র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এর আহবায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম এবং শাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মো. ইউনুছ।সমাবেশ শেষে দুই দিনের কর্মসূচি ঘোষণা দেন অধ্যাপক সৈয়দ সামসুল আলম। কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ই আগস্ট দোয়া ও মিলাদ মাহফিল এবং ১৫ই আগস্ট আলোচনা সভা।
শাবিতে শিক্ষকদের শোক র্যালি
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ১৩, ২০১৫ | ৫:৫০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »