সিলেটপোস্টরিপোর্ট:প্রভুপাদ শ্যামানন্দ মোহন্ত মহারাজ এর শুভ আবির্ভাব তিথি উৎসব এর আয়োজন করা হয়েছে।শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া,দাশপাড়া, বিয়ানী বাজার সিলেটে এই উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্টান সুচির মধ্যে রয়েছে,২২ আগষ্ঠ শনিবার বিকেল ৫ টায় অভিষেক বারি আনয়ন,বিকেল সাড়ে ৫ টায় গুরুজি ¯œান, সন্ধ্যা ৭ টায় সন্ধ্যা আরতি,২৩ আগষ্ঠ রোববার অষ্ঠমী তিথি ভোর ৫ টায়শ্রীশ্রী মহাপ্রভুর মঙ্গলারতি,সকাল ৯ টায় গুরু পুজা,সকাল ১০ টায় শ্রীম্দ্ভাগবত পাঠ, দুপুর সাড়ে ১২ টায় শ্রীশ্রীমহাপ্রভুরভোগারতি,কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত বিধান ধর,দুপুর ২ টায়সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। উৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দেরউপস্থিতি কামনা করা হয়েছে।
শ্যামানন্দ মোহন্ত মহারাজের আবির্ভাব উৎসব ২৩ আগস্ট
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ১৩, ২০১৫ | ৬:০৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »