সিলেটপোস্টরিপোর্ট:মৌলভীজাবারের জুড়ী উপজেলায় বজ্রপাতে নুনু মিয়া(৪০) এর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।।নুনু মিয়া উপজেলার গবিন্দপুর গ্রামের ময়না মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানাযায়,নুনু মিয়া বুধবার রাতে মাছ ধরতে হাকালুকি হাওরে যান।এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে গটনাস্থলে তার মৃত্যু হয়।জুড়ী থানার অফিসার ইনর্চাজ হামিদুর রহমান বজ্রপাতে নিহতের ঘটনা স্বীকার করেণ।