সিলেটপোস্টরিপোর্ট:বিপজ্জনক, কঠিন ও নোংরা-এই তিন ধরনের কাজের জন্য বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় নেওয়া হচ্ছে বলে দেশটির উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামেদির দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে শ্রমিক নিরাপত্তা ফোরাম। মালয়েশিয়া কর্তৃপক্ষের এই বক্তব্য বাংলাদেশি শ্রমিকদের জন্য অত্যন্ত অপমানজনক আখ্যায়িত করে এতে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।একইসঙ্গে ওই বক্তব্যের নিন্দা জানিয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর আগে কর্মক্ষেত্রের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা, শ্রমিক প্রেরণে স্বচ্ছতা এবং যথাযথ মনিটরিং ব্যবস্থা গ্রহণের জন্যও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় শ্রমিক নিরাপত্তা ফোরাম।গত শনিবার মালয়েশিয়ার দ্য স্টার পত্রিকার এক খবরে বলা হয়, বিপজ্জনক, কঠিন ও নোংরা—এই তিন ধরনের কাজের জন্য বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় আনা হচ্ছে বলে জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামেদি। নিজ দেশের কর্মীরা সেসব সেক্টরে কাজ করতে আগ্রহী না হওয়ায় আর কোনো উপায় নেই বলেই মালয়েশিয়া সরকার এই পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।আগামী তিন বছরে বাংলাদেশ থেকে প্রায় ১৫ লাখ কর্মী নেওয়ার কথা মালয়েশিয়ার। এ বিষয়ে গত শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর মালয়েশিয়ার উপপ্রধান মন্ত্রী বলেন, ‘এই কাজের জন্য ওই সব বাংলাদেশি কর্মীকেই নেওয়া হবে, যাঁদের শিক্ষাগত যোগ্যতা এসব কাজের জন্য প্রাসঙ্গিক হয়। পাশাপাশি শ্রমিকেরা যে ধরনের কাজ গ্রহণ করবেন, সে বিষয়ে মৌলিক প্রশিক্ষণও তাঁদের দেওয়া হবে।’‘বাংলাদেশ সরকার যেভাবে মধ্যপ্রাচ্যে শ্রমিক পাঠায়, এটা হবে ঠিক সে রকমই’, বলেন মন্ত্রী জাহিদ হামেদি।আন্তর্জাতিক নিয়মনীতি মেনেই শ্রমিক নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়ে জাহিদ হামেদি বলেন, এটি দুই দেশের সরকারের মিলিত একটি প্রচেষ্টা। আমরা চাইব না নিয়োগকারীর হাতে কোনো শ্রমিক নিগৃহীত হোক।তবে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার সিদ্ধান্তে মালয়েশিয়া সরকারের ওপর বিরূপ দেশটির কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান। তাই বাংলাদেশি শ্রমিকদের সে দেশে নেওয়ার যৌক্তিক ভিত্তি তুলে ধরতে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনার টেবিলে বসবেন বলে জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী হামেদি।
বাংলাদেশি শ্রমিকদের নিয়ে মালয় মন্ত্রীর বক্তব্যে উদ্বেগ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ১৩, ২০১৫ | ৬:৪৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »