সিলেটপোস্টরিপোর্ট:আগামি শনিবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস- এ জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হবে।জাতীয় প্রেসক্লাবের সমঝোতার কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ গণমাধ্যমকে এতথ্য জানানো হয়েছে। ওইদিন সকাল সাড়ে ৮টায় সম্মানীয় সদস্যগণের উপস্থিতিতে ক্লাব লবির দেয়ালে স্থাপিত প্রতিকৃতি উন্মোচন করা হবে এবং পরে পচাত্তরের কালো রাতে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্যের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হবে।প্রসঙ্গত, স্বাধীনতা উত্তর গত ৪৪ বছরে এই প্রথমবারের মত বঙ্গবন্ধুর প্রতিকৃতি জাতীয় প্রেস ক্লাবে স্থাপিত হতে যাচ্ছে। বিগত ২৮ মে ২০১৫ অনুষ্ঠিত সমঝোতার কমিটির দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাবের আলোকে এবং কমিটি দায়িত্বভার গ্রহণ-উত্তর কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হচ্ছে।সম্মানীয় সদস্যদের এ কর্মসূচিতে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
১৫ আগস্ট প্রেসক্লাবে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ১৩, ২০১৫ | ৭:০৭ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »