সিলেটপোস্টরিপোর্ট:দুর্নীতি দমন কমিশন-দুদকের এক মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে দেয়া অর্থদণ্ডসহ তিন বছরের কারাদণ্ডের সমালোচনা করেছেন কবি ও কলামিস্ট ফরহাদ মজহার।বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক আইডি ও ফেসবুক ফ্যানপেইজে দেয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে দেয়া হলো-কোন অভিযোগ নাই, কিন্তু দুদক নোটিশ দিল। মাহমুদুর রহমান জবাব দেন নি। নোটিশের জবাব দেন নি বলে বিচারক আবু আহমেদ জমাদার মাহমুদুর রহমানকে অর্থদণ্ডসহ তিনবছর কারাগার ভোগের শাস্তি দিয়েছে।ওদিকে মাহমুদুর রহমানকে আদালত অবমাননার জন্য ছয় মাস আর দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে লঘু দণ্ড দেওয়া হোল। কিন্তু এই বৈষম্য কেন? এই প্রশ্নের উত্তরে এটর্নি জেনারেল বলেছেন, এটা আদালতের এখতিয়ার।সরি। এটর্নি জেনারেল, আপনি ভুল বলেছেন। কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী নাগরিকদের প্রতি বৈষম্যের কোন ক্ষমতা আদালতকে দেওয়া হয় নি। মাহবুবে আলম আরও বলেছেন, এক দিনের শাস্তি আর ছয়মাসের কারাদণ্ড নাকি একই কথা!একজন প্রতিবাদী নাগরিককে শাস্তি দেবার জন্য নীতি, লজ্জা ও আইনের সীমা কিভাবে লংঘিত হতে পারে মাহমুদুর রহমান তাঁর ঐতিহাসিক নজির হয়ে রইলেন।ভয় নাই, ইতিহাস কাপুরুষ ও বেহায়াদের জন্য নয়। সংগ্রাম চলবে
মাহমুদুর রহমানের সাজার প্রতিক্রিয়ায় যা বললেন ফরহাদ মজহার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ১৩, ২০১৫ | ৭:২৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »