সিলেটপোস্টরিপোর্ট:বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরী সভাপতি হুমায়ুনুর রহমান লেখন বলেছেন, উপমহাদেশের শ্রেষ্ঠতম ওলিয়ে কামিল শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) তালামীযে ইসলামিয়ার কর্মীদের দ্বীনের মুজাহিদ হিসেবে আখ্যায়িত করেছেন। তাই, আমাদের দায়িত্ব হল আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকিদা প্রচারের লক্ষ্যে সকল কার্যক্রমকে দূর্বার গতিতে এগিয়ে নিতে হবে এবং বাতিলের মোকাবেলায় সর্বদা সচেষ্ট থাকতে হবে। তিনি গত শুক্রবার বেলা ২টায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর আওতাধীন ২৫নং ওয়ার্ড শাখার ২০১৫-২০১৬ সেশনের কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন। ২৫নং ওয়ার্ডের বিদায়ী সভাপতি বাবর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সামাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরীর সহ সভাপতি এনাম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, অর্থ সম্পাদক আরিফ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমদ, সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হাকিম হোসেন রিয়াদ। সভায় সর্বসম্মতিক্রমে তায়েফ আহমদকে সভাপতি ও আরিফ হোসাইন সামাদকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ সভাপতি উজ্জল আহমদ, সহ সাধারণ সম্পাদক সামাদ উদ্দিন শিপলু, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন শিপু, সহ সাংগঠনিক সম্পাদক রাহাত আহমদ, প্রচার সম্পাদক নাজমুল হাসান রাসেল, অর্থ সম্পাদক ইব্রাহীম আহমদ রামীম, অফিস সম্পাদক মোঃ মকসুদ আলী, প্রশিক্ষণ সম্পাদক জামিল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাছুম আহমদ, নির্বাহী সদস্য স্বপন আহমদ, আমজাদ হোসেন, তানজির মাহমুদ, মেহরাজ হোসেন। বিজ্ঞপ্তি
তালামীযের কাউন্সিল সম্পন্ন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ১৪, ২০১৫ | ৮:০৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »