সিলেটপোস্টরিপোর্ট:মাদারীপুরের মোস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর দুই শিক্ষার্থীকে নিমর্ম ভাবে হত্যার প্রতিবাদে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট জেলার পক্ষ থেকে তিব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। প্রশাসনের নিরব ভূমিকার কারণে সারা দেশে বারবার যৌন হয়রানির ঘটনা ঘটছে। দুই শিক্ষার্থীকে ধর্ষণ করে হত্যা করা হলেও প্রশাসনের পক্ষ থেকে বিষ পানে আত্মহত্যার কথা বলা হচ্ছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার জন্য যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট জেলার পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্তের দাবী জানানো হয়েছে। দোষীদের অনতিবিলম্বে চিহ্নিত করে সর্বোচ্চ বিচারের দাবী জানানো হয়। তিব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট জেলার আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী, যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট জেলার কার্যকরী সদস্য যথাক্রমে- সিলেট আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদউল্লাহ্ শহীদুল ইসলাম শাহীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম, সিলেট মহিলা আইনজীবি সমিতির সভানেত্রী এডভোকেট শিরিন আক্তার, ব্লাস্ট সিলেটের সমন্বয়কারী এডভোকেট এরফানুজ্জামান চৌধুরী, বেলা সিলেটের সমন্বয়কারী এডভোকেট শাহ শাহেদা, সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলি রাণী পুরকায়স্থ, বাংলাদেশ মানবাদিকার কমিশন সিলেট মহানগর এর যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক ইউসুফ আলী, সাংবাদিক আমিরুল ইসলাম এহিয়া, মানবাধিকার কর্মী মুহিবুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলার সহ-সাংগঠনিক সম্পাদক আলী আহসান হাবিব, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগরের দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলী প্রভা চৌধুরী, কৃষিপ্রযুক্তিবিদ আব্দুল হাই আজাদ বাবলা, মানবাধিকার কর্মী শেখ তোফায়েল আহমদ সেপুল, অভিভাবক শামীমআরা প্রমুখ।
অষ্টম শ্রেণীর দুই শিক্ষার্থীকে নিমর্ম ভাবে হত্যার প্রতিবাদে বিবৃতি
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ১৪, ২০১৫ | ৮:২৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »