সিলেটপোস্টরিপোর্ট:বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও পার্টির সিলেট জেলা কমিটির সাধারন সম্পাদক কমরেড সিকান্দর আলী বলেন, শিক্ষার বৈষম্য দূরীকরণে ছাত্র-ছাত্রীদেরকে এগিয়ে আসতে হবে। শিক্ষা ক্ষেত্রে বানিজ্যিকি করণ শিক্ষা উপকরণের মূল্য বৃদ্ধিসহ শিক্ষাঙ্গনে সন্ত্রাসের মূল উৎপাটনে ছাত্র-ছাত্রীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ ছাত্রমৈত্রী সিলেট জেলা কমিটি কর্তৃক আয়োজিত সাধারন জ্ঞান প্রতিযোগীতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, ১৯৫২সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বর্তমানে গণজাগরন মঞ্চ সহ সকল প্রগতিশিল আন্দোলনে ছাত্রনেতাদের ভুমিকা ছিল ভ্যানগার্ড এর মত। অসাম্প্রদায়িত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ছাত্র রাজনীতির ভুমিকা অপরিসিম। গতকাল শুক্রবার নজরুল একাডেমী জিন্দাবাজারস্থ বাংলাদেশ ছাত্রমৈত্রী সিলেট জেলা কমিটির সভাপতি স্বপন দাসের সভাপতিত্বে ও ছাত্রমৈত্রী সিলেটের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা চৌধুরী এবং ছাত্রমৈত্রী সিলেট জেলার সদস্য আমিনা বেগম পিউরির যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, বর্তমানে ছাত্র রাজনীতির নামে এক শ্রেণীর অসাধু ছাত্ররা সন্ত্রাস, টেন্ডারবাজী ও চাদাবাজি করছে যা ছাত্র আন্দোলনের গৌরভময় ইতিহাসকে স্লান করছে। তাই ছাত্র-ছাত্রীদেরকে ছাত্র রাজনীতির প্রকৃত ইতিহাস যেনে মহান মুক্তিযোদ্ধের চেতনায় উদ্বুদ্দ হয়ে ছাত্র রাজনীতি এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ যে, ছাত্রমৈত্রী সিলেট জেলার উদ্যোগে বিগত জুন ২০১৫ইং মাসে অষ্টম শ্রেনী থেকে দাদশ শ্রেণী পর্যন্ত সাধারন জ্ঞানের এক কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয় বিভিন্ন স্কুল কলেজে। অংশগ্রহনকারীদের মধ্য থেকে প্রতি শ্রেণী থেকে ৩জন করে পুরস্কার স্বরূপ ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহন করা সকল শিক্ষার্থীদেরকে মেডেল প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড আবুল হোসেন। বাংলাদেশ পোয়েট্স ক্লাব এর চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাংলাদেশ নারীমুক্তি সংসদ সিলেট জেলা কমিটির সভাপতি ইন্দ্রানী সেন শম্পা, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারন সম্পাদক কাজী আলফাজ হোসেন, ছাত্রমৈত্রী সিলেট জেলার সহ সভাপতি মনিরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক ভবজ্যোতি দে রাজু, দপ্তর সম্পাদক শারতি উরাং, অমিত চন্দ্র নাথ, দেবজিৎ ঘোষ প্রমূখ।
শিক্ষার বৈষম্য দূরীকরণে ছাত্র-ছাত্রীদেরকে এগিয়ে আসতে হবে-কমরেড সিকান্দর আলী
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ১৪, ২০১৫ | ৮:৩২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »