সংবাদ শিরোনাম
নবীগঞ্জে ৬ বছরে শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ! ধর্ষনকারী আনহারকে আটক   » «   ফ্যাসিস্ট ডামি সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে :কাইয়ুম চৌধুরী  » «   বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল  » «   সিলেটে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  » «   নবীগঞ্জে ভুল অপারেশন করে শিশুর লিঙ্গ কর্তন-কেয়ার ডায়াগনস্টিক ঘেরাও  » «   সিলেটের উপশহরে মামার হাতে বাগিনা খুন  » «   ব্রাদার ইসরাইল আলী সাদেক জামিন নিতে এসে গ্রেপ্তার  » «   সুনামগঞ্জের দোয়ারায়বাজারে ভারতীয় চিনিসহ আটক- ৪ জন  » «   প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে দেশীয় সংস্কৃতি লালন করতে হবে  -জেলা প্রশাসক  » «   শান্তিগঞ্জের কান্দিগাঁও গ্রামে বাচ্চাদের ঝগড়া নিয়ে প্রতিপক্ষের লোকজনের হামলায় দুই ছাত্রীসহ ৩জন আহত  » «   বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার গুনগত মান উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী  » «   রমজান উপলক্ষে জুলকার নায়েন ফাউন্ডেশন দোয়ার বই ও খেজুর বিতরণ  » «   ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি  » «   মাদানী ইস্যুকে কেন্দ্র করে সুনামগঞ্জের পুলিশ তদন্তকেন্দ্রে হামলা ভাংচুর, আটক ৫; পুলিশের ২৭ রাউন্ড ফাঁকা গুলি  » «  

সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে প্রবীণ নাট্যজন হেমচন্দ্র ভট্টাচার্যের স্মরণে শোকসভা

unnamedসিলেটপোস্টরিপোর্ট:শিশুদের জন্য পূর্ণাঙ্গ শিশু একাডেমি নির্মাণের মধ্য দিয়ে হেমচন্দ্রের কাজকে আরো মূল্যায়ন করা সম্ভব : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিশুদের জন্য পূর্ণাঙ্গ শিশু একাডেমি নির্মাণের মাধ্যমে প্রবীণ নাট্যজন হেমচন্দ্র ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার অঙ্গীকার ব্যক্ত করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার সন্ধ্যায় নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত প্রবীণ নাট্যজন হেমচন্দ্র ভট্টাচার্য স্মরণে শোকসভায় এ কথা বলেন অর্থমন্ত্রী।তিনি আরো বলেন, সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত প্রাচীনকাল থেকে বিশ্বব্যাপী সমাদৃত। এখানে সংস্কৃতিক চর্চায় অনেক জ্ঞানীগুণীরা অবদান রেখে গেছেন। তাদের দেখানো পথ অনুসরণ করেই আগামীদিনের সংস্কৃতিক বিকাশে আমাদেরকে মনোযোগী হতে হবে। হেমচন্দ্র ভট্টাচার্য, তার কর্মময় জীবনে এই অঞ্চলের সংস্কৃতির বিকাশে, বিশেষ করে শিশুদের সংস্কৃতি চর্চায় যে অবদান রেখে গেছেন, তা যুগ যুগ ধরে আমাদের স্মরণ রাখতে হবে। তার পদাঙ্ক অনুসরণ করে আরো অসংখ্য সংস্কৃতিকর্মীরা নিজেদেরকে এই অঙ্গণে প্রতিষ্ঠিত করবে বলে আমি আশাবাদী।(শুক্রবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া শোকসভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক নিজামউদ্দিন লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় আয়োজিত এ শোকসভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, প্রয়াত হেমচন্দ্র ভট্টাচার্যের সহধর্মীনী অনিমা ভট্টাচার্য।শোকসভার শুরুতেই হেমচন্দ্র ভট্টাচার্যকে নিবেদিত রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্রশিল্পী অনিমেষ বিজয় চৌধুরী। তারপর সিলেটের নাট্যাঙ্গণের মহীরূহ ও সকলের প্রিয় বাবুল দা’র কর্মময় জীবনের সংক্ষিপ্ত আলেখ্য পাঠ করেন নাট্যকর্মী আনোয়ার হোসেন রনি।এরপর, পনেরো আগস্ট নির্মমভাবে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যবর্গ ও প্রয়াত হেমচন্দ্র ভট্টাচার্যের বিদেহি আত্মার শান্তি কামনা করে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।পরে সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজের পরিচালনায় হেমচন্দ্র ভট্টাচার্যকে নিবেদিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শিশু একাডেমির আবৃত্তি বিভাগের প্রশিক্ষণার্থী, জেলা শিল্পকলা একাডেমি’র সঙ্গীত বিভাগের প্রশিক্ষণার্থী, বিশিষ্ট আবৃত্তি শিল্পী আমিরুল ইসলাম চৌধুরী লিটন ও জ্যোতি ভট্টাচার্য, সঙ্গীতশিল্পী হিমাংশু বিশ্বাস ও রানা কুমার সিনহা।পরে হেমচন্দ্র ভট্টাচার্যের বর্ণাঢ্য জীবনকে উপজীব্য করে ঈশিতা টেলিমিডিয়া প্রযোজিত ও চ্যানেল এস ইউকে পরিবেশিত সুভাষ পাল কানুর নির্মাণে প্রামাণ্যচিত্র ‘আয়নাঘর’ প্রদর্শিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রয়াত হেমচন্দ্র ভট্টাচার্যের প্রতি তার ভালোবাসা ও সমবেদনা জ্ঞাপন করেন।শোকসভায় অন্যান্যের মধ্যে শোক আলোচনায় অংশ নেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুনির্ময় কুমার দেবমীন, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মন রানা, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, নাট্য পরিষদের পরিচালক নিরঞ্জন দে যাদু, জেলা শিশু একাডেমির সংগঠক সাইদুর রহমান ভুঞা, ঈশিতা টেলিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক নকুল দাশ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত, প্রয়াত হেমচন্দ্রের একমাত্র কন্যা ডা. অচিরা ভট্টাচার্য।শোকসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ আল কবীর, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড সিকান্দার আলী, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি অনিল কিষণ সিংহ, কবি তুষার কর, শিশু একাডেমির সাবেক জেলা সংগঠক মাহবুবুজ্জামান চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব রওশন আরা মনির রুনা, অরিন্দম দত্ত চন্দন, চম্পক সরকার, নাট্য সংগঠক সৈয়দ মুনির হেলাল, মিশফাক আহমেদ মিশু, শামসুল বাসিত শেরো, এনামুল মুনীর, বিমল ভৌমিক সহ সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক অঙ্গণের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ।হলভর্তি শোকাহত শুভানুধ্যায়ীদের অনেকেই হেমচন্দ্র ভট্টাচার্যের স্মরণে শোকসভায় তার কর্মময় জীবনের উপর আলোচনার সময় আবেগ-অনুভূতিতে কান্নায় ভেঙে পড়ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.