সিলেটপোস্টরিপোর্ট:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রীশ্রী নির্ম্বাক আশ্রমের উদ্যোগে আলোচনা সভা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেল ৫ঘটিকার সময় মির্জাজাঙ্গালস্থ নির্ম্বাক আশ্রমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক বিমলেন্দু দে নান্টু, চৈতালি সংঘের সভাপতি শুভাস চন্দ্র রায়, ইঞ্জিনিয়ার এন কে পাল, রনবির চক্রবর্তী হারান, সুজিত কুমার দে, বীর মুক্তিযোদ্ধা বিবেকানন্দ সমাজপতি, নির্মল ভট্টাচার্য সাধু, রাম ঠাকুর, সুপ্রভাত চক্রবর্তী, নৃপেন্দ্র চক্রবর্তী, পান্না রানী, শংকর সরকার, সরমিল রায়, লাকি রানী তালুকদার, তৃষ্ণা বড়ুয়া প্রমুখ।
শোক দিবসে নির্ম্বাক আশ্রমের উদ্যোগে আলোচনা সভা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ১৫, ২০১৫ | ৮:৪২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »