সিলেটপোস্টরিপোর্ট:সিলেট মদন মোহন কলেজের ছাত্রলীগকর্মী আবদুল আলী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে পুলিশ। সিলেটের ওসমানীনগর উপজেলার বুড়িখাল ব্রিজের নিচে পানির মধ্য থেকে শনিবার সকাল ৯টার দিকে ছুরিটি উদ্ধার করা হয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার পুণজিৎ দাসকে জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ ছুরিটি উদ্ধার করা হয়। ওসমানীনগর উপজেলার প্রণজিৎ দাসের বাড়ির সামনে বুড়িখাল ব্রিজের নিচ থেকে ছুরিটি উদ্ধার করা হয়।প্রসঙ্গত, বুধবার (১২ আগস্ট) দুপুরে মদন মোহন কলেজ ক্যাম্পাসে আগের দিনের বিরোধের জের ধরে আবদুল আলীকে প্রণজিৎ দাসের নেতৃত্বে কয়েকজন মিলে ছুরিকাঘাত করে। পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পর আলীর মৃত্যু হয়।ক্যাম্পাস সূত্র জানায়, ঐদিন দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মী আবদুল আলীর সঙ্গে একই গ্রুপের কয়েকজন কর্মীর কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুরে কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ছাত্রলীগ ক্যাডার প্রণজিতের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ ক্যাডার তাকে ছুরিকাঘাত করে। এতে আলীর বাম হার্ট ছিদ্র হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ২টা ৪০ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক আলীকে মৃত ঘোষণা করেন।
ছাত্রলীগকর্মী আলী হত্যায় ব্যবহৃত ছুরি ওসমানীনগর থেকে উদ্ধার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ১৫, ২০১৫ | ৮:৫০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »