সিলেটপোস্টরিপোর্ট:নগরীর মোগলাবাজার থানার সিলামের চারহাটি গ্রামে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। নিহতরা হচ্ছেন চারহাটি গ্রামের মোশারফ হোসেনের ছেলে সুজন মিয়া (১৮) ও নেছার মিয়ার মেয়ে কাজল আক্তার (১৭)। রবিবার সকালে তারা আত্মহত্যা করেন। স্বামী-স্ত্রীর সম্পর্কের বাইরে তারা আপন চাচাতো ভাই-বোন এবং প্রেমিক-প্রেমিকা।মোগলাবাজার থানার এসি অপূর্ব সাহা জানান, সুজন ও কাজলের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। পনেরো দিন আগে সুজন গহরপুরের কলমাগ্রামে কাজলের মামার বাড়ি থেকে কাজলকে নিয়ে এসে কোর্ট ম্যারেজ করে। পরবর্তীতে তারা বাড়িতে ফিরে যায়।কিন্তু তাদের এই বিয়ে উভয় পরিবার মেনে নেয়নি। গতকাল শনিবার সুজন ও কাজল ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে হাসপাতালে নিয়ে তাদের ওয়াশ করা হয়। আজ রবিবার সকালে উভয়েই নিজ নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।এসি অপূর্ব সাহা আরো জানান, অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত করা হয়নি।
সম্পর্ক মেনে নেয়নি পরিবার, স্বামী-স্ত্রীর আত্মহত্যা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: সেপ্টেম্বর ২১, ২০১৫ | ২:০১ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »