সিলেটপোস্টরিপোর্ট:সুনামগঞ্জের পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত পরিচয় দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার জগন্নাথপুর ও দোয়ারাবাজার থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাও গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাওরে এক বৃদ্ধের(৫০) লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই রতন দেবনাথ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালে পাঠানো হয়।এ ব্যাপারে এসআই রতন দেবনাথ জানান, এখনো লাশটির পরিচয় সনাক্ত করা যায়নি।এদিকে, একই দিনে দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত পরিচয় আরেক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্ত এলাকা বাঁশতলা থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন সুনামগঞ্জ পুলিশ সুপার মো. হারুন অর রশিদ। তিনি বলেন- অজ্ঞাত পরিচয়ের লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জে পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: সেপ্টেম্বর ২৯, ২০১৫ | ৯:১৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »