সিলেটপোস্টরিপোর্ট:সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের আমলে সিলেট-৩ নির্বাচনী এলাকার একটি গ্রামও বিদ্যুৎ বিহীন থাকবে না। এই লক্ষ্যকে সামনে রেখে বিদ্যুৎ বঞ্চিত গ্রামগুলো বিদ্যুতায়ন করা হচ্ছে। তবে বিদ্যুৎ প্রাপ্তি এলাকার শিশু-কিশোরদের লেখাপাড়ার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে বিদ্যুতের বিকল্প নেই। তাই সরকার জনগণের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদান বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দেওয়া আন্তর্জাতিকভাবে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃতি হচ্ছেন। এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার মোহাম্মদপুর (পূর্ব) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর, পাটনিয়াপাড়া, মোহাম্মদপুর হালগড়া, দাসপাড়া, রায়খাইল, নৈইখাই, গোয়াসপুর গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর পরিচালনা সাবেক চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন মাখন মিয়ার সভাপতিত্বে ও নুরুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর জেনারেল ম্যানেজার মাহবুবুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মো. ইমাদ উদ্দিন নাসিরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল ইসলাম, । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী, সিলাম ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাদিক মিয়া, মহানগর যুবলীগ নেতা মুজিবুর রহমান মেম্বার, উপজেলা যুবলীগের আহবায়ক ইকরাম হোসেন বখত। উক্ত অনুষ্টানে আকিলশাহ এন্ড ফুলতলি (র.) একাডেমীর উদ্যোগে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি কে ক্রেষ্ঠ প্রদান করেন একাডেমীর প্রতিষ্টাতা ও প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন মাষ্টার। অনুষ্টানের শেষ পর্যায়ে প্রধান অতিথি সুইচ টিপে বিদ্যুতায়ন প্রকল্পের উদ্ভোধন করেন।