সিলেটপোস্টরিপোর্ট:প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা: মতিউর রহমান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ভেঙ্গে গেছে তাঁর ডান পায়ের হাঁটু। তিনি এখন আর্থোপোডিক বিশেষজ্ঞদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। আর্থোপোডিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভেঙ্গে যাওয়া হাঁটু জোড়া লেগে সুস্থ হয়ে উঠতে প্রায় দেড়মাস সময় লাগবে। সুস্থতার জন্য ডা: মতিউর সকল মহলের দোয়া কামনা করেছেন। ডা: মতিউর রহমানের একান্ত সহকারী আঙ্গুর মিয়া জানিয়েছেন, স্যার সুস্থ না হওয়া পর্যন্ত চেম্বার বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য রোগীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। উল্লেখ্য, সিলেট নগরীর পুলিশ লাইন মোড়ের মসজিদে নামাজ পড়ে রাস্তায় বেরুলে দ্রুতগামী একটি মোটর সাইকেল ডা: মতিউরকে জোরে ধাক্কা দেয়। ধাক্কায় পড়ে গেলে তাঁর ডান হাঁটু ভেঙ্গে যায়। গত মঙ্গলবারের দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকায় মীরের ময়দানস্থ ফেয়ার হেলথ ক্লিনিকের চেম্বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।