সিলেটপোস্টরিপোর্ট:জৈন্তাপুরে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়- শনিবার (০৩ অক্টোবর) দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার লক্ষীপ্রসাদ হাওর এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আবুল (৪০)- কে গ্রেফতার করে থানা পুলিশ। আবুল গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের উজুহাত গ্রামের মৃত লখাই মিয়ার ছেলে।আরো জানা গেছে- আবুলের বিরুদ্ধে গোয়াইনঘাট এবং কানাইঘাট থানায় একাধিক মামলা রয়েছে।জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর জানান- জিজ্ঞাসাবাদ শেষে আবুলকে আদালতে প্রেরন করা হবে।
জৈন্তাপুরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: অক্টোবর ৩, ২০১৫ | ৯:৩৭ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »