সিলেট পোস্ট রিপোর্ট : সিলেট এম.সি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৩ সালের মাস্টার্স ১ম পর্বের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। নিয়মিত, অনিয়মিত এবং প্রাইভেট পরীক্ষা ১২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ পরীক্ষা অনুষ্টিত হবে।
প্রতিদিন সকাল ৯টায় বিভাগীয় প্রধানের অফিস কক্ষে অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষার্থীকে পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্র সঙ্গে আনতে হবে।
বৃহস্পতিবার এম.সি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয়, ১২ অক্টোবর রেজিঃ নম্বর ১২৪১৯৮০৯৫৬৫ থেকে ১২৪১৯৮০৯৮১৭, ১৩ অক্টোবর ১২৪১৯৮০৯৮১৮ থেকে ১২৪১৯৮১০২২৮, ১৪ অক্টোবর ১২৪১৯৮১০২২৯ থেকে ১২৪১৯৮১০৬৭৫, ১৮ অক্টোবর ১২৪১৯৮১০৬৭৬ থেকে ১২৪১৯৮১১১২১, ২৪ অক্টোবর ১২৪১৯৮১১১২২ থেকে ১২৪১৯৮১১৪৪৪ এবং পুরাতন সকল প্রাইভেট পরীক্ষার্থীদের এ পরীক্ষা অনুষ্টিত হবে।