সিলেট পোস্ট রিপোর্ট :লায়ন্স ক্লাব অফ সিলেট কুশিয়ারার সেবা সপ্তাহ উপলক্ষে দক্ষিণ সুরমার ইকরা আর্দশ উচ্চ বিদ্যালয়, আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলীনগর জামে মসজিদ প্রাঙ্গনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। এ উপলক্ষে ১০ অক্টোবর শনিবার দুপুরে স্থানীয় ইক্রা আর্দশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব প্রেসিডেন্ট লায়ন রুহুল আমিন চৌধুরী এর সভাপতিত্বে, সেক্রেটারী লায়ন মঞ্জুর আহমদ চৌধুরী এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট লায়ন সাজ্জাদুর রহমান সুজ্জাদ, ডাইরেক্টর লায়ন সামসুল আলম খান, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন অজিত কুমার ভট্টাচার্য, লায়ন সৈয়দ মিসবাহ উদ্দিন, লায়ন এম এ রউফ, লায়ন মুজিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মো. আব্দুল হামিদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর পরিচালক, বিশ্বনাথ হাজী মফিজ আলী বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোছা. নেহারুন নেছা, সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সাধারণ সম্পাদক, দি নিউ নেশন’র সিলেট প্রতিনিধি এস এ শফি, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুতলিব। বক্তব্য রাখেন আয়েশা সিদ্দিকা (রাঃ) কলেজিয়েট স্কুল এর প্রধান শিক্ষক মো. দুদু মিয়া, নলজুড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিক আলী, আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান, ইক্রা আর্দশ সহকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মালিক। দিনব্যাপী অনুষ্ঠানে শুরুতে ইক্রা আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, এসময় নেতৃবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গনে একটি বৃক্ষের চারা রোপণ করেন। অনুষ্ঠানে শেষে নেতৃবৃন্দ আলীনগর সরকারী বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন এবং বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষের চারা রোপণ করেন। এসময় নেতৃবৃন্দ আলীনগর জামে মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে লায়ন আব্দুর রউফ এর সৌজন্যে তার বাস ভবনে মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহণ করেন। সব শেষে নেতৃবৃন্দ ঢাকা সিলেট মহাসড়কের আলীনগর রাস্তার প্রবেশ মুখে সেবা সপ্তাহের বিলবোর্ড স্থাপন করেন।
দক্ষিণ সুরমায় লায়ন্স ক্লাব অফ সিলেট কুশিয়ারার সেবা সপ্তাহ পালন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: অক্টোবর ১১, ২০১৫ | ৫:২৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »