সিলেটপোস্টরিপোর্ট:সিলেট বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের খাঁপুর গ্রাম থেকে এক যুবকের ঝুলনন্ত লাশ আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টায় তার নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত যুবকের নাম মো: সাদেক মিয়া (১৯) সে খাঁপুর গ্রামের বাসিন্দা মো: ওজুদ মিয়ার পুত্র। এলাকা সুত্রে জানাযায়, সাদেক মিয়া একজন লেবার একই গ্রামের টিউবওয়েল মিস্ত্রীর ঠিকাদার আনোয়ার হোসেন এর সাথে সহকারী কর্মচারী হিসেবে কাজ করেন। তারি ধারাবাহিকতায় ১৪ অক্টোবর সকালে ঠিকাদারের সাথে জালালপুর ইউনিয়নের বাদেশপুর গ্রামের হুশিয়ার মিয়ার বাড়ীতে টিউবওয়েল এর কাজে যান। এ বিষযে ঠিকাদার আনোয়ার মিয়া জানান,আমি এই দিন কাজে যায়নি। সাদেক মিয়া , মতিন ও সাহেদ তিনজনকে কাজে পাঠায়।কাজের এক ফাঁকে সাদেক ফোনে জোর গলায় কথা বলতে থাকে। মালিক হুশিয়ার মিয়া তার ফোনের কথা বলার শব্দে ঘুম থেকে উঠেন। তিনি সাদেককে ফোনে কথা বলতে বারণ করেন। এ নিয়ে হুশিয়ার মিয়া ও সাদেকের মধ্যে বাক বিতন্ডা হয়।এক পর্যায়ে হুশিয়ার মিয়া তাদেরকে কাজ বন্ধ রেখে চলে যেতে বলেন। তারা কাজ রেখে ফেলে আসে। রাতে তার সাথে থাকা সাহেদ, মতিন ও ঠিকাদার আনোয়ার তার বাবার কাছে নালিশ করেন। আনোয়ার জানান,এ সময় আমাদের সাথে মাস্টার আছিদ আলী ও ছিলেন।তার বাবা থাকে মার ধর করেছেন। আমরাও থাকে বুঝিয়ে সুঝিয়ে তার নিজ ঘরে রেখে রাত ৯ টায় চলে আসি। সকালে খবর পেলাম সে তার ঘরের তীরের সাথে প্যারাসুটের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমি ও সেখানে গেলাম। কিন্তু সেখানে মৃত সাদেক মিয়ার বাবাকে পাওয়া যায়নি। তার বাড়ীর লোকজন জানান, তার বাবা রাতেই সাদেককে শাসিয়ে জরুরী কাজে কোন এক আত্মীয়ের বাড়ীতে চলে গেছেন। স্থানীয় চেয়ারম্যান নাজমুল হোসেন নজম জানান, আমাকে ঘটনাটি ফোনে জানানো হয়। আমি এসে সাদেক এর লাশ ঝুলন্ত দেখে বালাগঞ্জ থানার ওসিকে অবগত করি। ওসি তরিকুল এক গাড়ী সোর্স নিয়ে ঘটনাস্থলে এসে লাশটি ঝুলন্ত দেখে তার বাবাকে খোজ করেন। তখন তার বাবার কোন খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকরা জানায় কাল রাতে আত্মীয়ের বাড়ীতে চলে যাওয়ায় পর তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় আমরা যোগাযোগ করতে পারছিনা। এক পর্যায়ে ফোন করলে তাকে তার ছেলের খবর ও পুলিশ তাকে খুঁজছে জানানো হলে সে বাড়ীতে আসে। পরবর্তীতে পুলিশ লাশ নামিয়ে সিলেট এমএজি ওসমানি মেডিকেলে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।এ বিষয়ে ওসি জাানান, আমরা তার লাশ ময়নাতদন্তের রিপোর্ট শেষে ঘটনাটি নিশ্চিত করতে পারব। তা আত্মহত্যা না অন্য কোন কাহিনী। তার বাবাকে ওজুদ মিয়াকে সাকালে বাড়ীতে না পাওয়ায় এলাকার মানুষের মনে নানান প্রশ্ন সৃষ্টি হয়েছে। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বালাগঞ্জ উপজেলায় যুবকের ঝুলনন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: অক্টোবর ১৫, ২০১৫ | ৫:৪০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »