সিলেটপোস্টরিপোর্ট:সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেছেন, বর্তমান সরকার দেশের মানুষকে সাম্প্রদায়ীক সম্প্রিতির বন্ধনে আবদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সবাই যাতে রাষ্ট্রে সুন্দর ভাবে বসবাস করতে পারেন, সেই লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন। শারর্দীয় দুগোৎসব যাতে সুন্দর ভাবে নগরীর মানুষ উদযাপন করতে পারেন তার জন্য সিটি কর্পোরেশন পক্ষ থেকে সকল প্রকাশ সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি। শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও আর্থিক অনুদান বিতরন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যেবে তিনি এ কথা বলেন।সিসিক হলরুমে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সচিব সাবেরা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রে শরিফুজ্জামান, হিসাব রক্ষক কর্মকর্তা আ ন ম মুনছুফ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো: সিকন্দর আলী, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সংরক্ষিত আসনের শাহানারা বেগম, সংরক্ষিত আসনের দীবা রানী দে, সিটি এসবির এডিসি রবিউল ইসলাম, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথা নন্দ, সহকারী পরিচালক এএসপি র্যাব-৯ মো: আজিজুল হক সরকার, ফায়ার সার্ভিসের এসএম হুমায়ুন, বিরাজ মাধব চক্রবর্তী মানষ, বাংলাদেশ পূর্জা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট বিমান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ। উল্লেখ্য প্রতিবারে ন্যায় এবারও সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৪৩টি পূর্জা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়। ৪৩টি মন্ডপকে ১৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
দুর্গোৎসব উপলক্ষে নগরীর ৪৩টি মন্ডপে সিসিকের আর্থিক অনুদান প্রদান
সিলেট পোস্ট ২৪ ডট কম
: অক্টোবর ১৫, ২০১৫ | ৬:০৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »