সিলেটপোস্টরিপোর্ট:সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে সোমবার ।আদালত আগামীকাল মঙ্গলবার ফের যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য্য করেছেন। তবে ঐ দিন মামলার প্রদান আসামী কামরুল ইসলাম ও ময়না চৌকিদারের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আলোচিত এ মামলার রায় ঘোষণা হবে বলে জানিয়েছেনে মাহানগর দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট মফুর আলী ।সোমবার দুপুর থেকে সন্ধ্যা ৫টা ৫০ মিনিট পর্যন্ত সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।এর আগে গতকাল রবিবার রাজন হত্যা মামলায় প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন ও আসামি যাচাইবাছাই শেষ হয়। ওইদিন ৩৪২ ধারায় আসামিদের যাচাইবাছাইকালে রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামের ভাই মুহিদ আলম,আলী হায়দার ও রাজনকে নির্যাতনের ভিডিওচিত্র ধারণকারী নুর আহমদ নিজেদের নির্দোষ দাবি করে আদালতে বক্তব্য উপস্থাপন করে।এছাড়া নুর আহমদ আদালতে দেয়া ১৬৪ ধারায় জবানবন্দি প্রত্যাহারের আবেদন জানিয়েছে।এর আগে গত ১৫ অক্টোবর রাজন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ কাজ শেষ হয়।ওইদিন বিকেলে সৌদি থেকে প্রধান আসামি কামরুল ইসলামকে দেশে ফেরানোর পর গত ১৮ অক্টোবর তাকে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়।আদালতে কামরুল সাক্ষীদের পুনঃসাক্ষ্যগ্রহণের আবেদন জানায়। তবে আদালতের বিচারক আকবর হোসেন মৃধা ওইদিন তার আবেদন নামঞ্জুর করেন।পরে গত ২০ অক্টোবর ফের কামরুলের আইনজীবী আদালতে ১৫ সাক্ষীর পুনঃসাক্ষ্যগ্রহণের আবেদন জানান। বিচারক ১১ সাক্ষীর পুনঃসাক্ষ্যগ্রহণের নির্দেশ দেন। ২১ অক্টোবর আদালত ১১ সাক্ষীর পুনঃসাক্ষ্যগ্রহণ করেন।গত ১ অক্টোবর থেকে শুরু হয় রাজন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের কাজ। এরপর ৪, ৭, ৮, ১১, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৮ অক্টোবর মোট ৩৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।গত ২২ সেপ্টেম্বর ১৩ জনকে অভিযুক্ত করে রাজন হত্যা মামলায় অভিযোগ গঠন করেন আদালত।গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে সামিউল আলম রাজনকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়।
রাজন হত্যা : মঙ্গলবার কামরুল ও ময়না চৌকিদারের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: অক্টোবর ২৬, ২০১৫ | ৯:৫৭ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »