পূর্ব ঘোষণা মোতাবেক ৩ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু হয়। উত্তরা, নুহাশ পল্লী ও কমলাপুরসহ কয়েকটি লোকেশনে দ্রুতগতিতে চলে চিত্রায়ন। শেষ হয় ৮০ ভাগ চিত্রায়ন। কিন্তু বিপত্তি বাধে ১৯ অক্টোবর। ওইদিন উত্তরায় শুটিং চলাকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন রিয়াজ। পরে দ্রুত অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এরপর তার হৃৎপিণ্ডের একটি ব্লকে রিং পরানো হয়। চিকিৎসকের পরামর্শে রিয়াজ চলে যান কয়েকমাসের বিশ্রামে। তখনই জানানো হয়, সিনেমাটির মুক্তি পিছিয়ে যাবে, ১৩ নভেম্বর অনলাইনে প্রকাশ হবে ‘মেকিং অব কৃষ্ণপক্ষ’।কিন্তু কিছু চমক বাকি ছিল। ৮ নভেম্বর হুট করেই শুটিংয়ে যোগ দেন রিয়াজ। টানা তিনদিন বেশকটি লোকেশনে তিনি চিত্রায়নে অংশ নেন। তখন গুজব উঠে ১৩ নভেম্বর মুক্তি পাবে ‘কৃষ্ণপক্ষ’। কিন্তু সিনেমাটির চারদিনের শুটিং বাকি আছে বলে বুধবার (১১ নভেম্বর) পরিবর্তন ডটকমকে জানান সহকারী পরিচালক জুয়েল রানা।
উল্লেখযোগ্য বিষয় হলো, ঘোষিত তারিখের কয়েক মাসে আগে ‘অনিল বাগচীর একদিন’ সেন্সর সনদ লাভ করে। কিন্তু বড় পরিসরে মুক্তির জন্য পিছিয়ে যায় তারিখ। অন্যদিকে সময় স্বল্পতার কারণে আটকে গেছে ‘কৃষ্ণপক্ষ’। সব মিলিয়ে প্রিয় লেখককে সেলুলয়েডে নতুন করে আবিষ্কারে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের।কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন ১৩ নভেম্বর। তার মৃত্যুর কয়েকবছর আগে থেকেই দিনটি ঘটা করে পালনের রেওয়াজ শুরু হয়। প্রথমবারের মতো এবারের জন্মদিনে প্রয়াত এ লেখকের গল্প অবলম্বনে নির্মিত দুটি সিনেমা মুক্তির কথা ছিল। কিন্তু কোনোটিই আলোর মুখ দেখছে না আপাতত। সিনেমা দুটি হলো মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’ ও মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’।নির্মাণ শেষ হওয়ার আগেই নির্মাতারা ঘোষণা দেন ১৩ নভেম্বর মুক্তি পাবে সিনেমা দুটি। কিন্তু জুলাইয়ে সেন্সর ছাড়পত্র পাওয়া ‘অনিল বাগচীর একদিন’ ওইদিন মুক্তি পাচ্ছে না। নির্মাতার পক্ষ থেকে জানানো হয়, সিনেমাটি মুক্তি পাবে ১১ ডিসেম্বর। এ উপলক্ষে ১২ নভেম্বর সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশনস।মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটিতে অনিল বাগচীর চরিত্রে অভিনয় করেছেন নবাগত আরেফ সৈয়দ। আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, তৌফিক ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু ও মিশা সওদাগর। সঙ্গীত পরিচালনা করেছেন সানি জুবায়ের। ২০১৪ সালের ২৩ মে শুরু হয় সিনেমাটির দৃশ্যধারণ। এফডিসি, আগারগাঁও, সোনারগাঁও, মানিকগঞ্জ, দিনাজপুরসহ বিভিন্ন লোকেশন ঘুরে শুটিং শেষ হয় ২২ নভেম্বর। চলতি বছরের আগস্টে সিনেমাটির কারিগরি প্রদর্শনী হয়। সে সময় বেশ প্রশংসিত হয় ‘অনিল বাগচীর একদিন’। নির্মাতা জানান, সিনেমা হলের পাশাপাশি বিকল্প উপায়েও প্রদর্শিত হবে ‘অনিল বাগচীর একদিন’। এদিকে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই কয়েকটি উৎসবে প্রদর্শিত হবে সিনেমাটি। এছাড়া জানুয়ারিতেও অংশ নেবে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।অন্যদিকে প্রধান অভিনেতা রিয়াজ অসুস্থ হয়ে পড়ায় পিছিয়ে গেছে ‘কৃষ্ণপক্ষ’। সেপ্টেম্বরের শেষদিকে হুমায়ূনের একই নামের জনপ্রিয় প্রেমের উপন্যাস অবলম্বনে সিনেমাটির ঘোষণা দেন মেহের আফরোজ শাওন। সে সময় জানানো হয় হুমায়ূনের জন্মদিনে মুক্তি পাবে ‘কৃষ্ণপক্ষ’। চলচ্চিত্রটির কাস্টিংও চমকে দেওয়া। প্রথমবারের মতো রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন ‘অগ্নি’খ্যাত মাহি। প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও মেহের আফরোজ শাওন।পূর্ব ঘোষণা মোতাবেক ৩ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু হয়। উত্তরা, নুহাশ পল্লী ও কমলাপুরসহ কয়েকটি লোকেশনে দ্রুতগতিতে চলে চিত্রায়ন। শেষ হয় ৮০ ভাগ চিত্রায়ন। কিন্তু বিপত্তি বাধে ১৯ অক্টোবর। ওইদিন উত্তরায় শুটিং চলাকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন রিয়াজ। পরে দ্রুত অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এরপর তার হৃৎপিণ্ডের একটি ব্লকে রিং পরানো হয়। চিকিৎসকের পরামর্শে রিয়াজ চলে যান কয়েকমাসের বিশ্রামে। তখনই জানানো হয়, সিনেমাটির মুক্তি পিছিয়ে যাবে, ১৩ নভেম্বর অনলাইনে প্রকাশ হবে ‘মেকিং অব কৃষ্ণপক্ষ’।কিন্তু কিছু চমক বাকি ছিল। ৮ নভেম্বর হুট করেই শুটিংয়ে যোগ দেন রিয়াজ। টানা তিনদিন বেশকটি লোকেশনে তিনি চিত্রায়নে অংশ নেন। তখন গুজব উঠে ১৩ নভেম্বর মুক্তি পাবে ‘কৃষ্ণপক্ষ’। কিন্তু সিনেমাটির চারদিনের শুটিং বাকি আছে বলে বুধবার (১১ নভেম্বর) পরিবর্তন ডটকমকে জানান সহকারী পরিচালক জুয়েল রানা।উল্লেখযোগ্য বিষয় হলো, ঘোষিত তারিখের কয়েক মাসে আগে ‘অনিল বাগচীর একদিন’ সেন্সর সনদ লাভ করে। কিন্তু বড় পরিসরে মুক্তির জন্য পিছিয়ে যায় তারিখ। অন্যদিকে সময় স্বল্পতার কারণে আটকে গেছে ‘কৃষ্ণপক্ষ’। সব মিলিয়ে প্রিয় লেখককে সেলুলয়েডে নতুন করে আবিষ্কারে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের।