সিলেটপোস্টরিপোর্ট:মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় নিরব এন্টারপ্রাইজ বিস্কুট ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।বুধবার রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।স্থানীয়রা জানায়, রাতে নিরব এন্টারপ্রাইজ নামে ওই বিস্কুট ফ্যাক্টরিতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা মৌলভীবাজার ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই ফ্যাক্টরিতে প্রায় সাত লাখ টাকার বিস্কুট পুড়ে যায়।মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মৌলভীবাজারে কুসুমবাগ এলাকায় বিস্কুট ফ্যাক্টরিতে আগুন, ৭ লাখ টাকার ক্ষতি
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ১২, ২০১৫ | ২:১২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »