সিলেটপোস্টরিপোর্ট:হবিগঞ্জের আইনজীবীরা কর্মবিরতি পালন করার খবর পাওয়া গেছে। হবিগঞ্জ জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা অ্যাডভোকেট এনামুল হক এনামকে কুপিয়ে আহত করার ঘটনার প্রতিবাদে তারা এ কর্মবিরতি পালন করছেন। বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি চলছে আইনজীবীদের কর্মবিরতি সারাদিন চলবে বলে জানিয়েছেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সুবীর রায়।তিনি জানান, কর্মবিরতি চলাকালে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ জেলা সমিতির ২য় শাখা হল রুমে এক প্রতিবাদ সভা করা হয়।সভায় সভাপত্বি করেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ছালেহ উদ্দিন আহমেদ। সভা যৌথভাবে পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সুবীর রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান।সভায় নেতৃবৃন্দ আইনজীবীর উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। প্রসঙ্গত, হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টায় আইনজীবী এনামুল হক এনামকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ছোট ভাইকেও আহত করে হামলাকারীরা। হামলায় জড়িত থাকার সন্দেহে রাতেই এনামুল হক শাহীনের স্ত্রী রুবি আক্তার ও শাহীনের ভাই আব্দুল হান্নানের স্ত্রী শ্যামলা আক্তারকে আটক করে পুলিশ
আইনজীবীদের কর্মবিরতি
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ১২, ২০১৫ | ২:২৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »