সিলেটপোস্টরিপোর্ট:আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক এলাকায় মিছিল-মিটিং ও র্যাগিং নিষিদ্ধের মাধ্যমে কড়া নজরদারীতে রয়েছে বিশ^বিদ্যালয় প্রশাসন।বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় পরীক্ষার আগের দিন ও পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসে কোন ধরণের রাজনৈতিক কর্মকান্ড, মিছিল-মিটিং ও কোন আঞ্চলিক সংগঠন তথ্য সহযোগিতার নামে বুথ বা ব্যানার টানাতে পারবেনা। পাশাপাশি ক্যাম্পাস এলাকায় ব্যানার টানিয়ে র্যাগিং সম্পূর্ন নিষিদ্ধ করা হয়েছে।এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন ‘ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রক্টরীয়াল বডি এ সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে বিষয়টি নোটিশ আকারে সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে শৃংখলা কমিটির পাশাপাশি পুলিশ প্রশাসন তৎপর থাকবে।’প্রসঙ্গত, শাবিপ্রবির ২০১৫-’১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯ টায় ‘এ’ ইউনিট ও বিকাল আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা ক্যাম্পাস ও নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র একযোগে অনুষ্ঠিত হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল মিটিং নিষেধ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ১২, ২০১৫ | ৩:২৭ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »