সিলেটপোস্টরিপোর্ট:কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়েছে। আজ ১৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। পাশাপাশি দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে জানান ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. নারায়ণ সাহা।এবারের পরীক্ষা শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ সিলেটের মোট ২২টি শিক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হয়। চলতি শিক্ষাবর্ষে মোট ১৪৪৮ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ২৮৫জন শিক্ষার্থী। ‘এ’ ইউনিটভুক্ত ৯টি বিভাগের মোট ৬১৩টি আসনের বিপরীতে ১৫ হাজার ৯৬৭জন শিক্ষার্থী ভর্তি আবেদন করেন। ‘বি’ ইউনিটভুক্ত ১৭টি বিভাগের মোট ৮৩৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ৩১৮জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছেন। যা গতবারের তুলনায় উভয় ইউনিটে প্রায় ৭ হাজার শিক্ষার্থী কম।এদিকে, ইউনিটভুক্ত আসন ছাড়াও সংরক্ষিত আসনে মুক্তিযোদ্ধা কোটায় ২৬ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/জাতিসত্তা ২৬ জন, প্রতিবন্ধী ১৩ জন এবং পোষ্য কোটায় ১৫ জনসহ মোট ৮০জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।ভর্তি কমিটির সদস্য সচিব জানান, প্রশ্নপত্রের ব্যপারে সর্বাধিক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তাই ইন্টারনেটে সামজিক মাধ্যম কিংবা স্বার্থন্বেষী মহলের দ্বারা প্ররোচিত না হওয়ার জন্য। যদি এই ধরনের কাজের সাথে কেউ সংশ্লিষ্ট থাকে তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।কমিটির সভাপতি নারায়ন সাহা জানান, পরীক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি আওতায় আনা হয়েছে। সিলেট শহরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত ও প্রক্টরদের তৎপরতা থাকবে দিনব্যাপী।
কঠোর নিরাপত্তায় শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা গ্রহণ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ১৪, ২০১৫ | ৩:২৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »