গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগনঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুরবাজার জামে মসজিদের পূর্ণ-নির্মাণ কাজের সংস্কারের সমাপ্তি উপলক্ষ্যে ১৩ নভেম্বর বেলা ২ ঘটিকার সময় মসজিদ প্রাঙ্গনে দোয়া মাহফিল ও শিরনী বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয। মসজিদের মুতাওয়াল্লী মাওঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মসজিদের ইমাম মাওঃআব্দুল মতিনের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির নসীহত পেশ করেন ঢাকাদক্ষিণ মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ শায়খ আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথির নসিহত পেশ করেন আমকোনা মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওঃ নূর উদ্দীন, মাওঃ আব্দুল জলিল শায়খে রায়গড়ী, মাওঃ খলিলুর রহমান বাগিরঘাটী,জামেয়া ইসলামীয়া মদিনাতুল উলূম সুনামপুর মাদ্রাসার সাবেক মুহতামীমমাওঃ হেলাল আহমদ সুনামপুরী ও শিক্ষক মাওঃ ফয়ছল আহমদ। উক্ত দোয়া মাহফিলে বনগ্রাম,কালিডহর,বানি গাজী,চন্দরপুর ও লামাচন্দরপুর গ্রামের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন। পরিশেষে,
প্রধান অতিথির দোয়া ও শিরণী বিতরণের মধ্য দিয়ে মাহফিল সম্পন্ন করা হয়।