সিলেটপোস্টরিপোর্ট:মৌলভীবাজর-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিন ৫ প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। যার ফলে একমাত্র বৈধ আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর সহধর্মিনী সৈয়দা সায়রা মহসীন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোননয়নপত্র বাছাইয়ের দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট-বিএনএফ প্রার্থী মোহাম্মদ আশরাফ হোসেন, জাতীয় পার্টি প্রার্থী (এরশাদ) সৈয়দ নুরুল হক, স্বতন্ত্র প্রাথী সোহেল আহমদ ও মো. খোরশেদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে।শুধুমাত্র আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর সহধর্মিনী সৈয়দা সায়রা মহসীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।জেলা নির্বাচন অফিসার ইস্তাফিজুল হক আখন্দ জানান, বিভিন্ন কারণে শুধুমাত্র সৈয়দা সায়রা মহসিন ছাড়া অপর ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার দিন তাকে বিজয়ী বলে ঘোষণা করা হবে।
মৌলভীবাজার সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ১৪, ২০১৫ | ৫:১২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »